সহজ ক্যালকুলাস – মুহম্মদ জাফর ইকবাল | সহজ ক্যালকুলাস রিভিউ
আসসালামু আলাইকুম । আশা করি সকলেই ভাল আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবালের লিখা সহজ ক্যালকুলাস বইটির রিভিউ নিয়ে। সহজে ক্যালকুলাস বইটি প্রথম প্রকাশ পায় 2016 সালে। মূলত ক্যালকুলাস ভীতি দূর করার জন্যই লেখক বইটি লিখেছেন। চলুন কথা না বাড়িয়ে বইটি সম্পর্কে জানা যাক।
সহজ ক্যালকুলাস বই রিভিউ :
ক্যালকুলাস নাম শুনলেই মানুষ ভয় পেয়ে উঠে ! এ্ই এটা কি না কি !আবার অনেকে ধরে বসে যে এটা বড়দের এ বিষয়ে! আর আমাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সবাই পাটিগণিত বীজগণিত অ্যালজেবরা জ্যামিতি নাম শুনে অভ্যস্ত। ক্যালকুলাসের সাথে অতটা অভ্যস্ত না। আসলে ক্যালকুলাস কতটা কঠিন ভাবে না আমার প্রয়োজন নেই।
যোগ বিয়োগ গুণ ভাগের মতো সহজ কয়েকটা গাণিতিক প্রক্রিয়া জানলে ক্যালকুলাস বোঝা বা ব্যবহার করা সম্ভব। মূলত এ বইটিতে সেই বিষয় নিয়ে লিখেছেন।
আমাদের কাছে ক্যালকুলাস নিয়ে অনেকটা এক ধরনের ভীতি রয়েছে। সৌরভ আমরাই মজার বিষয়টাকে অতটা গুরুত্ব সহকারে দেখি না বাক্যটির মানে করে রেখে দেই। যতটুকু না করলেই নয় শুধুমাত্র আমরা অত টুকুই করেই একে রেখে দেই।
আসলে ক্যালকুলাস সত্যিই একটা অসাধারন এবং মজার বিষয় বটে। যারা ক্যালকুলাস সম্পর্কে পড়তে আগ্রহী , তাদের জন্য আশাকরি বইটি অনেক কাজে দিবে। এখানে ক্যালকুলাসের অনেক বেশি সে সম্পর্কে আলোচনা করা হয়েছে যা সহজেই বুঝতে পারা সম্ভব। আশাকরি সকলে বইটি পড়বেন।
বইটি আপনি বইমেলা থেকে সংগ্রহ করতে পারবেন অথবা অনলাইন থেকে ক্রয় করতে আপনি রকমারি ডটকম ভিজিট করতে পারেন ।
এছাড়াও আপনি যদি সহজে ক্যালকুলাস বইটি পিডিএফ সংগ্রহ করতে চান এখানে ক্লিক করুন।