ADVERTISEMENT
ADVERTISEMENT

থিওরি অব রিলেটিভিটি – মুহম্মদ জাফর ইকবাল | Theory of relativity বই রিভিউ

আসসালামু আলাইকুম।  আশা করি সকলেই ভাল আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি জনপ্রিয় কথা সাহিত্যিক মুহাম্মদ জাফর ইকবাল স্যারের লিখা  থিওরি অফ রিলেটিভিটি  বইটি নিয়ে।  আজকের পাতাখালি বিয়ে করব মুহাম্মদ জাফর ইকবাল স্যারের লেখা থিওরি অফ রিলেটিভিটি বইটি।  বইটি প্রথম প্রকাশ পায় ফেব্রুয়ারি 2008 সালে।  চলুন কথা না বাড়িয়ে বইটি সম্পর্কে জানা যাক!

 থিওরি অফ রিলেটিভিটি  রিভিউ:

আজকাল ছেলে মেয়েরা ডাক্তার ইঞ্জিনিয়ার আর ম্যানেজার হতে চায়।  তারা বিজ্ঞান পড়ে কিন্তু বিজ্ঞানী হতে চায় না।  100 বছর পূর্বে আইনস্টাইনের দাওয়ার সূত্র আজকে সবার কাছে পরিচিত হয়ে উঠেছে এবং বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি  করেছে। আরে সূচিত হচ্ছে গিয়ে –  থিওরি অফ রিলেটিভিটি। আলোড়ন সৃষ্টিকারী সম্পর্কে জানতে হলে  টুকটাক  গণিত সম্পর্কিত ধারণা থাকতে হবে । 

আর সেই বিশেষ সম্পর্কের এই জনাব  মুহাম্মদ জাফর ইকবাল স্যার বিশেষ করে নবম দশম শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য উপযোগী করে সহজ ও প্রাঞ্জল ভাষায় লিখেছেন বইটি। বইটি বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের আগ্রহ সৃষ্টি করে তাদের সৃজনশীলতা কল্পনাশক্তি এবং বিজ্ঞান মনস্তাত্ত্বিক বৃদ্ধি করবে।  বইটিতে বিজ্ঞানের সত্যিকারে কাহিনী যে বিজ্ঞান কল্পকাহিনীর চেয়েও রহস্যময় ও চমকপ্রদ করলেই বোঝা যাবে। 

এ বইটি লেখার মূল উদ্দেশ্য হচ্ছে বিজ্ঞানের প্রতি কিছুটা হল যেন আগ্রহ তৈরি হয়।  পৃথিবীর ইতিহাসে বিজ্ঞানের আবিষ্কার হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে থিওরি অফ রিলেটিভিটি।  এবং ব্যাপার হচ্ছে স্কুলের গণিত জানলেই এই থিওরিটি বুঝা সম্ভব! 

বইটিকে মূলত 13 থেকে 14 বছর বয়সের ছেলে মেয়েদের কে লক্ষ করে লেখা হয়েছে।  যারা এ সম্পর্কে অবগত আছেন তারা বইটি পড়লে কিছুটা হতাশ হতে পারেন। এখানে মূলত একেবারে সত্যিকারে থিওরি অফ রিলেটিভিটি কথা বলা হয়েছে। 

কেউ যদি থিওরি অফ রিলেটিভিটি শুধুমাত্র তাহলে সে প্রথমবার অনুভব করতে পারবে আমাদের চারপাশের জগতটাকে সময়!  তার চাইতে বড় কথা সে বুঝবে একটি পৃষ্ঠার জন্য উম্মোচিত আছে !

 বেশি কথা আর নাই!  যাদের থিওরি অফ রিলেটিভিটি সম্পর্কে  আগ্রহ আছে  এবং এ সম্পর্কে কোন ধারণা নেই তাদেরকে অবশ্যই বইটি পড়তে বলবো।   বইটিতে একেবারে সহজ ভাবেই বুঝানো হয়েছে।

 বর্তমানে বইমেলাতেও পাবেন এর পাশাপাশি আপনি অনলাইন থেকে নিতে চাইলে rokomari.com এ দেখতে পারেন । থিওরি অব রিলেটিভিটি বইটি পিডিএফ সংগ্রহ করতে এখানে ক্লিক করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

close