প্রোগ্রামিং শিখার সেরা ১০ টি ওয়েব সাইট | Top 10 Websites for Learning Programming Languages

আসসালামু আলাইকুম।  আপনা দেশ সকলকে  লার্নটেক24 এ  স্বাগতম।  আশা করছি সবাই ভালো আছেন।  আজকে আপনার সাথে কথা বলবে এমন দশটি ওয়েবসাইট নিয়ে যে ওয়েবসাইট গুলোর মাধ্যমে আপনি সহজেই প্রোগ্রামিং শিখতে পারবেন।  চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। 

১. কোড একাডেমি

কোড একাডেমি  একটি আমেরিকান  কর্তৃক তৈরিকৃত একটি লার্নিং প্ল্যাটফর্ম। যা প্রতিষ্ঠিত হয় ২০১১ সালে।  কোড একাডেমিতে পিএইচপি পাইথন জাভা প্রোগ্রামিং হতে শুরু করে আরো নানা ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিক্ষা দেওয়া হয়।  এবং দিন দিনে চাহিদা বেড়েই চলেছে। কোড একাডেমী সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন। 

২. কোড এভারেজ 

কোড এভারেজ ও বর্তমান সময়ে একটি জনপ্রিয় প্রোগ্রামিং লার্নিং প্ল্যাটফর্ম।  এ প্লাটফর্ম কেহতে আপনি ওয়েব ডিজাইন হতে শুরু করে  বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন পাইথন, সি শার্প  শিখতে পারবেন।  কোড এভারেজের বিশেষ  বৈশিষ্ট্য হচ্ছে  এখানে মজার চলে প্রোগ্রামিং শিখানো হয়। ফলে আপনি সহজেই প্রোগ্রামিং বিষয়গুলো আয়ত্ত করতে পারবেন।  কোডারের সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন।

৩. খান একাডেমি 

যারা লার্নিং বিষয়গুলো নিয়ে ঘাটাঘাটি করে তাদের কাছে জনপ্রিয় একটি নাম হচ্ছে গিয়ে খান একাডেমি।  লার্নিং এর জন্য খান একাডেমি বিশেষভাবে পরিচিত। এখানে বিভিন্ন কোর্স প্রচলিত রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি আপনার প্রোগ্রামিং ডেভলপ করতে পারেন।  তবে এখানে আপনাকে মাসিক কিছু সাবস্ক্রিপশন ফি দিতে হবে।  তবে সেটা খুব একটা বেশি নয়।  খান অ্যাক্যাডেমি সম্পর্কে আরও জানতে এখানে ভিজিট করুন। 

৪.কোড স্কুল 

কোড স্কুল বিশেষ করে প্রোগ্রামিং কেন্দ্রিক একটি লার্নিং প্ল্যাটফর্ম।  আপনি প্রোগ্রামিং বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারবেন। কোন স্কুল যে প্রোগ্রামগুলো প্রোভাইড করে সেগুলো দিয়ে আপনি ভালো কিছু শিখতে পারবেন।  আর যদি প্রিমিয়াম নেন তাও তো কোন কথাই নেই। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে আপনার করার মানসিকতা থাকতে হবে। কোড স্কুল ভিজিট করতে এখানে ক্লিক করুন।

৫.ফ্রি কোড ক্যাম্প

প্রোগ্রামিং সম্পর্কে যারা টুকিটাকি ঘাটাঘাটি করেন তাদের কাছে সবচেয়ে জনপ্রিয় একটি নাম হচ্ছে গিয়ে ফ্রি কোড ক্যাম্প । বেসিক থেকে এডভান্স লেভেলের শিক্ষার জন্য কোড ক্যাম্প খুবই জনপ্রিয়। ফ্রি কোড ক্যাম্প সম্পূর্ণরূপে একটি ফ্রি লার্নিং প্ল্যাটফর্ম। ফ্রি কোড ক্যাম্পের সহায়তায় প্রায় 40 হাজারেরও (২০২১ পযর্ন্ত) বেশি ডেভলপার চাকরি পেয়েছে এবং দিন দিন এই সংখ্যা বেড়েই চলেছে।  ফ্রি কোড ক্যাম্প আরো  সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন। 

৬.কোড জিম

ডেডিকেটেড ভাবে প্রোগ্রামিং শিখতে হলে করছি আপনার জন্য একটি বেটার অপশন হতে পারে।   কোড জিমে ইংরেজি ভাষার পাশাপাশি আপনার নান্ন বিভিন্ন ধরনের কাজের মাধ্যমে ল্যাঙ্গুয়েজ শিখতে পারবেন। এদিকটা আমার সবচেয়ে ভালো লেগেছে।কোড জিমে স্যার পর্যন্ত ছয় লাখের অধিক রেজিস্টার মেম্বার রয়েছে এবং ৫ লক্ষেরও বেশি টাক্স কমপ্লিট করেছেন। কোড জিম সম্পর্কে আরো জানতে নিচে ক্লিক করুন । 

৭. কোড4 স্টার্ট আপ

Code4Startup একটি জনপ্রিয় ই লার্নিং প্ল্যাটফর্ম যা প্রতিষ্ঠিত হয় ২০১৫  সালে।  এ প্ল্যাটফর্মটিতে প্রিমিয়াম কোষের পাশাপাশি বিভিন্ন ফ্রী কোর্স রয়েছে।  এবং সম্পূর্ণ গাইড লাইন ও পাবেন এই প্ল্যাটফর্মটিতে।  এ সম্পর্কে আরও জানতে এখানে ক্লিক করুন। 

৮. One Month

এটি একটি প্রোগ্রামিং লার্নিং প্ল্যাটফর্ম। আপনি যদি ডেডিকেটেড পারসন হন তাহলে পার্ট ফর্ম টি আপনার জন্য।  নাম শুনে বুঝতে পারছি না এটা কি ধরনের প্ল্যাটফর্ম এখানে এক মাসের ভিতরে আপনাকে স্কিল ডেভলপমেন্ট এর সহায়তা করবে।  তাই আমি যদি হন তাহলে এ প্লাটফর্ম হতে আপনি  পোস্টগুলো দেখতে পারেন।  One Month  আরও জানতে এখানে ক্লিক করুন। 

৯.W3Schools

যেকোনো ধরনের টেকনিক্যাল আর্নিং এর জন্য সবচেয়ে বিশাল এবং তথ্যবহুল প্ল্যাটফর্ম হচ্ছে গিয়ে w3schools। এখানে আপনি  HTML, CSS, PHP, JavaScript, jQuery, XML, SQL, Asp, and JSP  প্রায় সব ধরনের ল্যাঙ্গুয়েজ এর বেসিক থেকে এডভান্স পর্যন্ত শিখতে পারবেন।  সেখানে বিভিন্ন ধরনের কোড সহকারে আপনাকে শিক্ষাদান করবে । W3school সম্পর্কে জানতে এখানে  ক্লিক করুন । 

১০. SoloLearn

SoloLearn ও বর্তমান সময়ে একটি জনপ্রিয় প্রোগ্রামিং শিখার প্ল্যাটফর্ম।  এ প্ল্যাটফর্মটিতে পাইথন,  জাভাস্ক্রিপ্ট,  পিএইচপি,  সী,  সি শার্প  আরো অনেকগুলো ল্যাঙ্গুয়েজ ফ্রিতে শিক্ষার সুযোগ রয়েছে। SoloLearn আরও জানতে এখানে ক্লিক করুন।  

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *