এনিম্যান – ‍মু জাফর ইকবাল | Animan PDF Down load 

আসলাসামুয়ালাইকুম । আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এনিম্যান PDF নিয়ে। এনিম্যান বইটি জনপ্রিয় লেখক মু. জাফর ইকবালের লিখা। Animan PDF Down load করতে নিচে অনুসরণ করুন। বইটি ডাউন লোড করার আগে বইটি সম্পর্কে জানা যাক! 

এনিম্যান PDF বই রিভিউ :

রিকার্ডো মুকৈ আরেকটা বড় রোস্ট বীফের টুকরা টুকিয়ে খুব তৃপ্তির সাথে চিবুতে চিবুতে গলা নামিয়ে বললো – “হ্যাঁ , তোমাদের মত মানুষ। যাদের অসাধারণ বুদ্ধিমত্তা রয়েছে, যারা অসম্ভব সৃজনশীল, যারেদ উচ্চাকাংখার কোনো সীমা পরিসীমা নেই। কিন্তু যাদের ভেতরে কোনো মানকতা নেই, তাদেরকে কেউ থামিয়ে রাখতে পারে না। কারণ , তাদের ভেতরে বিবেক বলে কিছুই নেই। তার বিন্দু মাত্র অপরাধরোধ ছাড়াই যেকোনো ধরণের অন্যায় কাজ করতে পারে। তুমি হচ্ছো সেরকম একজন মানুষ। ”

লিডিয়া স্থির চোখে রিকার্ডোর এর দিকে তাকিয়ে রইল, কারণ এর আগে আর কেউ তাকে এরকম কথা কেউ বলে নি। রিকার্ডো হোসার মত ভঙ্গী করে বলর, “তুমি যদি এপসিলনের কোর টিমে যোগ দাও তাহলে হয়তো বেচেঁ যেতে পারো , কারণ আমরাই তোমাকে নিরাপত্তা দিবো। আর যদি যোগ না দাও তুমি কোন না কোন দিন ধরা পড়বে এবং বাকি জীবনটা জেলে কাটিয়ে দিবে। ”

এরপর কি হয়ে ছিলো? জানতে হবে পড়তে হবে মু জাফর ইকবালের এনিম্যান বইটি । এনিম্যান pdf down load করতে নিচে অনুসরণ করুন।  

এনিম্যান সমগ্র বিবরণী : 

  • বইয়ের ধরণ : সায়েন্স ফিকশন
  • সাইজ : ৩.৬ এমবি
  • লেখক : মু. জাফর ইকবাল
  • পিডিএফ ফরম্যাট

এনিম্যান PDF Down load 

বইটি ডাউন লোড করার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি বইটি আপনাদের ভালো লাগবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *